গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিবিএ উত্তরা ইউনিভার্সিটির ছাত্র আনিসুর রহমান (২২) নিহত হয়েছে।
শনিবার সকালে হোতাপাড়া এলাকায় এ র্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শ্রীপুর উপজেলার ঘলদাপাড়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে ।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. মশিউর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে ওই ছাত্র ঢাকার দিকে যাচ্ছিল। হোতাপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ছাত্র নিহত হয়।