ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


কক্সবাজারের চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত


৮ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫২

সংগৃহিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরো কয়েকজন যাত্রী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও এক নারী যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক-যাত্রীবোঝাই স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন।

ওসি হাবিবুর রহমান আরো বলেন, এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ওই বাসে ৪০ জনের বেশি পর্যটক-যাত্রী থাকলেও অন্যরা সামান্য আঘাত পেয়েছেন।

নতুনসময়/আইএ