ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


নিখোঁজের ৫ দিন শিশু আশামণির লাশ উদ্ধার


৭ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৩

রাজধানীর কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালের পানিতে তলিয়ে যাওয়া শিশু আশামণির লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৫ দিন পর বৃহস্পতিবার দুপুরে তার লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে, গত শনিবার বিকালে বল নিয়ে খেলার সময় আশামণি খালের পানিতে তলিয়ে গেলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে তল্লাশি শুরু করেন। এরপর পেরিয়ে যায় পাঁচটি দিন। গতকাল বুধবারও উদ্ধার অভিযান চালালে ফায়ার সার্ভিস। তবে তারা শিশুটির সন্ধান পায়নি। অবশেষে নিখোঁজে ষষ্ঠ দিনে এসে শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।

নতুনসময়/আইকে