ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


রাজশাহীর মোহনপুরে ৩ জন মাদক ব্যবসায়ী আটক


৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:০২

ছবি সংগৃহীত

রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকায় মোহনপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হল মোহনপুর থানার ভিমনগর গ্রামের মোজাম্মেল হকের ছেলে খায়রুল ইসলাম (২০), ধোরসা মৃধাপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিন শাহের ছেলে আব্দুল মালেক শাহ (৬২), ধোরসা রিফুজিপাড়ার মৃত ইসমাইলের ছেলে ইউসুফ আলী (৫২)। পুলিশ আটককৃতদের নিকট হতে গাঁজা ও দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহমেদ নিকট জানতে চাইলে তিনি বলেন, আসামিদেরকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।