নওগাঁর বদলগাছীতে জঙ্গি, মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং নিয়ে আলোচনা সভা

নওগাঁর বদলগাছী থানাধীন খামার আক্কেলপুর গ্রামে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও জঙ্গি রিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ও বিশেষ অতিথি ছিলেন কোলা ইউনিয়নের পেনেল চেয়ারম্যান মো: স্বপন হোসেন। আলোচনা সভায় বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাদক নির্মূল, বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন ও জঙ্গি নির্মূলের জন্য সকলকে এক হয়ে কাজ করার কথা বলেন। তিনি বলেন, বদলগাছী থানা এলাকার যে কোন স্থানে ও সময়ে মাদক বিক্রি, সেবন এবং বাল্যবিবাহ দেখবেন তাদের ধরে রেখে থানায় খবর দিবেন আমি আইনানুগ ব্যবস্থা নিব। সবাই আমার ও আমার থানার জুরুরী নাম্বার মোবাইল ফোনে সেভ করে রাখুন। আমি আপনাদের বদলগাছী থানাকে মাদক, জঙ্গি, ইফটিজিং ও বাল্যবিবাহ মুক্ত করতে আপনাদের সহযোগীতা করতে চাই ও আপনাদের নিকট হতে সহযোগীতা পেতে চাই। অনুষ্ঠানে অন্য বক্তারও মাদক, জঙ্গি, ইফটিজিং ও বাল্যবিবাহ ইত্যাদি বিষয়ের উপর কথা বলেন।