অবশেষে পুলিশের হাতে আটক হলেন প্রতারক ফারুক

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের সুরপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে, প্রতারক ফারুক কে আটক করে, নাঙ্গলকোট থানা পুলিশ।
আটককৃত ফারুকের বিষয় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের জানান, এই ফারুক দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছে, সর্বশেষ দুবাই প্রবাসী ইয়াসমিন আক্তার এর কাছ থেকে প্রতারণা করে ৪ লক্ষ টাকার উপরে হাতিয়ে নেয়। ভুক্ত ভোগী ইয়াসমিন আক্তার এর বাড়ী হলো চট্টগ্রাম জেলায়।
এই প্রতারক শুধু টাকাই হাতিয়ে নেন না মানুষ মেড়ে ফেলার হুমকিও দেয় যদি তার বিরুদ্ধে কেউ কথা বলতে চায়। প্রতারক ফারুকের বিরুদ্ধে চট্টগ্রাম আকবর শাহ থানায় মামলাও আছে। এখন ফারুকের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।