ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জের ১৪ যুবক-যুবতী পেল যুব ঋণ


৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৩

ছবি সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জের ১৪ জন যুবক-যুবতীর মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ণ অধিদপ্তরের ট্রেনিং সেন্টারে তাদের মধ্যে ৯ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে তাদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৪ জন যুবক ও যুবতীর মধ্যে সরকারের রাজস্ব খাত থেকে ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়েছে। গরু মোটাতাজাকরণ, ক্ষুদ্র ব্যবসা, পোশাক তৈরি ও হাঁস-মুরগি পালণের জন্য ৪টি গ্রেডে তাদের এ ঋণ প্রদান করা হয়।