চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার ভোরে দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে বাঁশবাড়িয়া এলাকায় একটি ট্রাক এবং একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে তিনজন নিহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে।
নিহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তাদের লাশ কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নতুনসময়/আইএ