কক্সবাজারে মাদক সেবনে বাধা দেয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ২

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকার (কক্সটুডে রোডে) রংধনু ফিশ পার্কের পাশে একটি পরিত্যক্ত ঘরে মাদক সেবনে বাধা দেয়ার হামলা ও ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এসময় বাধা দিলে ওই পার্কের দুই কর্মচারীকে ছুরিকাঘাত এবং পিটিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আহতদের মধ্যে একজনকে সদর হাসপাতালে ও অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে ভর্তি করা হয়েছে।
অভিযোগে জানা যায়-রংধনু ফিস পর্কের পাশের একটি পরিত্যক্ত ঘরে প্রতিদিন মাদক সেবন করে আসছিল চিহিৃত কিছু যুবক। এরই ধারাবাহিকতায় সোমবারও রংধনু ফিশ পার্কের পাশের কিছু টিনের ঘরের ভিতরে ৭/৮ জন যুবক মিলে মাদক সেবন করছিল। ওই সময় ফিশ পার্কের কর্মচারী রেজাউল ভুট্টো ও দীপ্ত মন্ডল সেখানে কি করছে ওই যুবকদের জিজ্ঞেস করলে সেখানে মাদক সেবন অবস্থায় থাকা-হোটেল সী ওয়ার্ল্ডের পিছনে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দক্ষিনে সাংস্কৃতিক কেন্দ্রের পিছনে দেওয়াল পাড়ার মৃত কুদ্দুসের পুত্র মোরশেদ বের হয়ে তোরা এখানে কি বলে ওই কর্মচারীদের মারধর করতে থাকে। পরে তার সাথে হামলায় যোগ দেয় লাইট হাউজের (স্থায়ী ঠিকানা রামুর জোয়ারিয়ানালা) জনৈক জয়নাল হোটেল মোটেল জোনের সৈকত পাড়ার নাসির প্রকাশ মোটা নাসির প্রকাশ দালাল নাসির, যুবদল নেতা মোহাম্মদ হেলাল (স্থায়ী ঠিকানা পেকুয়া)সহ আরো কয়েকজন যুবক।
এক পর্যায়ে রেজাউল ভুট্টো ও দীপ্ত মন্ডলকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। শুধূ তাই নয় এসময় মাদকসেবী ওই সন্ত্রাসীরা ফিশ পার্কের মালিকের নাম উচ্চারণ করে নানা ধরণের অশ্লীল গালিগালাজও করতে থাকে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা আহতদের মোবাইল, টাকাসহ সবর্স্ব নিয়ে পালিয়ে যায়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।