ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


আশুলিয়ায় প্রায় ২ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


৫ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৪

ছবি সংগৃহীত

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়া শিল্পঞ্চল এলাকায় মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে আশুলিয়ার জিরাবো-তৈয়বপুর-টঙ্গাবাড়ি এলাকার বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ২কিলোমিটার জুড়ে ২ হাজার ৩ শত বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ঘটনায় বাসা-বাড়ির প্রায় ২হাজার ৩শত চুলাসহ রাইজার জব্দ করা হয় ।
এব্যাপারে ব্যবস্থাপক আবু সাদাত বলেন, যে সকল অসাধু লোকজন দেশের সম্পদ চুরি করে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যাবস্থাপক আব্দুল মান্নান, উপ ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম ও সহ-ব্যাবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান তিতাস গ্যাসের অত্র এলাকার ঠিকাদার মোঃ মনির হোসেন মনির প্রমুখ ।