সাতক্ষীরায় মটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সাতক্ষীরায় পাটকেলঘাটায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র দ্বীপজয় সাধু ঘটনা¯’লে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটা শাকদহ এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, শাকদহ মোড়ে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র দ্বীপজয় নিহত হয়েছে ও আহত হয়েছেন আরও একজন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে বলে তিনি জানান।
নিহত দ্বীপজয় সাধু তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে ও পাটকেলঘাটা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আহত আবদুল ওয়াদুুদ শাকদহ গ্রামের বাসিন্দা।