ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


হরগঙ্গা কলেজে পেট্রোল বোমা বিস্ফোরণ আতঙ্ক


৫ ফেব্রুয়ারি ২০২০ ০৯:০৫

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের ঐত্যিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজে মধ্য রাতে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্য রাতে ১২ টা ২০ মিনিটের সময় সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
হরগঙ্গা কলেজের ছাত্রাবাস কি আবারও অস্ত্র ভান্ডারে রুপ নিচ্ছে? আবারও বহিরাগত মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য হয়ে উঠছে হরগঙ্গা কলেজের ছাত্রাবাস! এর নেপথ্যে কারা রয়েছে? এমন নানা প্রশ্ন এখন শহরজুড়ে।

হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার জানান, বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এসময় নৈশ প্রহরী ও ষ্টাফরা এসে মুহুর্তেই আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় নির্মানাধীন ১০ তলা ভবনের প্লাষ্টিকের পাইপ ক্ষতিগ্রস্থ হয়। পুলিশ রাতে ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও বোমায় ব্যবহৃত একটি বোতল ও বিভিন্ন আলামত জব্দ করে।

অধ্যক্ষ জানান, হোষ্টেল গেটের বাইরে থেকে বোমাটি ছুড়ে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রোল বোমা বিস্ফোরণের বিকট শব্দে ছাত্রাবাসের শিক্ষার্থী ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রকৃত কারন উদঘাটনের চেষ্টা চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন ক্ষয়ক্ষতি হয়নি।