বড়াইগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ী ইউনিয়নের কালিরঘুনে এসব শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অজিত কুমার পাল।
৭১ এ শহীদ সুশীল চন্দ্র পালের স্বরনে এলকার প্রায় ২৫০ জন অসহায় ব্যাক্তির মাঝে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার পারভেজ,বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন,নাটোর জেলার শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আঃ রাজ্জাক মোল্লা,বড়াইগ্রাম উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী,জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মাহমুদ,মাঝগাঁও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আশরাফুল ইসলাম আশু।