ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


রাজশাহীর মোহনপুরে মাদক বিক্রেতা ও মাদকসেবী গ্রেপ্তার


৫ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৩৪

ছবি সংগৃহীত

রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল মাদক বিক্রেতাসহ মাদকসেবী গ্রেপ্তার হয়েছে।

গতকাল ৩ ফেব্রুয়ারি রোজ সোমবার মোহনপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন হিরোইন বিক্রেতাসহ একজন মাদকসেবী গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল মোহনপুর থানাধীন মতিহার স্কুল পাড়া গ্রামের মৃত হাসান সরদারের ছেলে বেলাল হোসেন (৪৪) , হরিদাগাছি গ্রামের মৃত আফাজ উদ্দিন স্বর্ণকারের ছেলে আজহার আলী (৫২), ধোরসা মোল্লাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৪)। গ্রেফতারকৃত প্রত্যেকের নিকট হতে পুলিশ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে।

অপরদিকে মোহনপুর থানা পুলিশ মাদক দ্রব্য সেবন করে মাতলামি করার অপরাধে মোহনপুর থানাধীন ধুরইল পূর্বপাড়া গ্রামের মৃত জয়েন সোনার ছেলে মুকুল সোনার (৩৮) কে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহমেদ নিকট জানতে চাইলে তিনি বলেন, আসামিদেরকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।