ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


ফের মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ


৩ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আবারও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের মাঝখানের রাস্তায় এ ঘটনা ঘটে।

নীলক্ষেত পুলিশ ফাঁসির উপ-পরিদর্শক রইছ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগের মতোই কলা ভবনের ছাদ থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। কে বা কারা এর সঙ্গে জড়িত তা চিহ্নিত করা যায়নি।

নতুনসময়/আইকে