এস.এস.সি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা গ্রেফতার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসএসসি পরীক্ষা ২০২০ সালের প্রশ্নপত্র আগাম প্রদানের প্রচার-প্রচারনার মাধ্যমে মোটা অংকের অর্থ আদায়ের দায়ে একজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) বাসন থানা পুলিশ।
আটককৃত আসামী মোঃ সোহেল হোসেন আমান(২০) বগুড়া জেলার, ধুনট থানার, এলাঙ্গী এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে। বর্তমান তিনি বাসন থানাধীন ইটাহাটা এলাকার মিলন হোসেন এর বাড়ির ভাড়াটিয়া।
গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) বাসন থানার উপ পরিদর্শক শাখাওয়াত ইমতিয়াজ জানান, দীর্ঘ দিন যাবত একটি চক্র শিক্ষার্থীদের ভুল তথ্য সরবরাহ করে মিথ্যা আশ্বাস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সম্প্রতি ২০২০ সালের এসএসসি পরীক্ষার প্রশ্ন পএ দেওয়ার কথা বলে অর্থ আদায় করে আসছিল। মূলত অর্থ আদায় করাটাই তার মূল উদ্দেশ্য ছিল।