ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


ওসি বদলগাছির প্রচেষ্টায় অজ্ঞাত ব্যক্তি তার নিজের জীবন ও পরিবার ফিরে পেলেন


২ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৩৫

ছবি সংগৃহীত

বদলগাছী থানাধীন বদলগাছী মাইক্রোবাস স্ট্যান্ডে গত ২৯/০১/২০২০ খ্রি: সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকা এক জন বয়স্ক লোককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদকে উক্ত ঘটনা মোবাইলে ফোনে জালালে অফিসার ইনচার্জ দ্রুত ঘটনাস্থলে যান এবং উক্ত বয়স্ক লোককে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে এবং তার চিকিৎসার সুব্যবস্থা করে। বদলগাছী থানা পুলিশ বিভিন্ন জেলায় বার্তা প্রেরণ করে এবং ঐ ব্যক্তির প্রকৃত ঠিকানা বের করার চেষ্টা করে। উক্ত বয়স্ক লোকের জ্ঞান ফিরলে বদলগাছী থানার অফিসার ইনচার্জ তার ঠিকানা জানতে চাইলে, সে তার নাম ও গ্রামের ঠিকানা বলে। পরবর্তীতে বদলগাছী থানা পুলিশ উক্ত ব্যক্তির দেওয়া ঠিকানা ও তথ্যমতে ময়মনসিংহ জেলার কোতায়ালী থানার অফিসার ইনচার্জকে মোবাইল ফোনে সম্পূর্ণ ঘটনাটি অবগত করে এবং কোতায়ালী থানা পুলিশ ওই ব্যক্তির এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ সেই চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে এবং তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে। তার পরিবারের লোকজন অদ্য ০১/০২/২০২০ খ্রি: তারিখ ভোর ০৪.০০ ঘটিকার সময় বদলগাছী থানার অফিসার ইনচার্জ এর কাছে আসে এবং উক্ত ব্যাক্তিদের মধ্য থেকে একজন বলে যে, সে আমার জন্মদাতা পিতা। তখন সম্পূর্ণরূপে ওই অজ্ঞাত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়। সে হলো মো: আব্দুল মালেক (৬০), পিতা- মৃত জয়নাল আবেদীন, সাং- পুটিয়ালী, থানা- কোতায়ালী, জেলা- ময়মনসিংহ। সে গত ০৩ মাস পূর্বে বাড়ী হতে নিখোঁজ হয় বলে জানাই। পরবর্তীতে তার ভোটার আইডিকার্ড পর্যালোচনা করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ তার ছেলে মঞ্জুরুল ইসলাম (২৪) এর কাছে আজ ০১/০২/২০১০ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় সময় আব্দুল মালেককে হস্থান্তর করেন। মঞ্জুরুল ইসলাম তার বাবাকে ফিরে পেয়ে বদলগাছী থানা পুলিশকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে।