তানোরে ফসলি জমিতে পুকুর খননের অপরাধে ৪ জনের কারাদণ্ড

আজ রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের আজিজপুর গ্রামে আবাদি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করেছে। ২ জনকে ৬ মাস ও অপর ২ জনকে ৩ মাস করে কারদণ্ড দেয়া হয়েছে।
সাজা প্রাপ্তরা হলেন, ৬ মাসের সাজা প্রাপ্ত আসামি উপজেলার আজিজপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র জিল্লুর রহমান, একই গ্রামের মৃত আব্দুল জব্বার এর পুত্র আব্দুল মালেক ও ৩ মাসের কারাদণ্ড প্রাপ্ত আসামি নাটোর সিংড়া উপজেলার মহিশমারী গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র মহাসিন আলী, মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাবর আলী মল্লিককান্দী গ্রামের চাঁদ মিয়া মাতব্বরের পুত্র আব্দুর রহিম।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লঙ্ঘন অপরাধে তাদেরকে এ সাজা দেয়া হয়।
আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অবৈধ ভাবে পুকুর খননের সময় ঘটনাস্থলে গিয়ে সাজা দেন ভ্রমমাণ আদালতের তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বহী মাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো। তিনি বলেন, সরকারি নির্দেশ ছাড়া অবৈধ ভাবে পুকুর খনন করে আবাদি জমি নষ্ট করার দায়ে তাদের কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি আজকের বসুন্ধরাকে নিশ্চিত করেছে।