ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


ময়মনসিংহে দুই কোচিং সেন্টারকে সিলগালা


৩০ জানুয়ারী ২০২০ ০৯:৩৯

ছবি সংগৃহীত

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখার অপরাধে ময়মনসিংহে বিসিএস কনফিডেন্স ও ওরাকল নামে দুটি কোচিং সেন্টারকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা হক জানান, চলতি বছরের এসএসসি পরীক্ষা উপলক্ষে প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয় ২৫ জানুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছেন। কিন্তু এ নির্দেশনা অমান্য করে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় অবস্থিত কনফিডেন্স এবং ওরাকল কোচিং সেন্টার তাদের কোচিং কার্যক্রম চালু রেখেছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওই দুই কোচিং সেন্টারকে অর্থদন্ড এবং সিলগালা করে দেয়া হয়।