ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


মোহনপুরে মাদকসেবী ও মাদক বিক্রেতা গ্রেফতার


৩০ জানুয়ারী ২০২০ ০৯:০৩

ছবি সংগৃহীত

রাজশাহী জেলার মোহনপুর থানায় একজন মাদক বিক্রেতা ও দুইজন মাদকসেবীকে পুলিশ গ্রেপ্তার করেছে। মোহনপুর থানাধীন কই কুড়ি গ্রামের মৃত মনসার ছেলে শ্রী কৃষ্ণ টুডু (২৫) কে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয় করার অপরাধে এবং মৌগাছি গ্রামের পশ্চিম পাড়ার সালাউদ্দিন মন্ডল এর ছেলে মোঃ রাশেদুজ্জামান মন্ডল (২৫) কে ও একই গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে মোঃ হাসেম উদ্দিন (৩৬) কে পুলিশ দেশীয় তৈরি চোলাই মদ পান করে মাতলামি করার অপরাধে গ্রেফতার করে মোহনপুর থানা পুলিশ। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমেদ নিকট জানতে চাইলে তিনি বলেন, আসামিদেরকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।