জন্মদিনের অনুষ্ঠানে নেশা মিশিয়ে কিশোরীকে গণধর্ষণ চার আসামি গ্রেফতার

জন্মদিনের অনুষ্ঠানে এর্নাজি ড্রিংকের সঙ্গে নেশা দ্রব্য মিশিয়ে এক কিশোরীকে গণধর্ষণ করে চার বন্ধু। পরে ফেসবুকে বন্ধুরা মিলে ভিডিও আপলোড করে,যেখানে তারা হাঁসতে হাঁসতে বলতে থাকে-হ্যালো ফেন্ডস আগামিকাল হয়তো জেলে থাকবো, কারো সঙ্গে আর দেখা হবে না। ভিডিওটি মুহূর্তেই চাঞ্চল্যের জন্ম দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ১৫ জানুয়ারি রাতে এমন ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায়। ঘটনার পর থানায় ধর্ষণ মামলা করেন ধর্ষিতার মা। আইনশৃঙ্খলা বাহিনী আসামি ধরতে তৎপর হয়। ঘটনার নয়দিন পর ময়মনসিংহের ত্রিশাল থেকে র্যাব প্রথমে তিনজন ও পরে একজনকে গ্রেফতার করে। শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব। গ্রেফতারকৃতরা হলো-শরীফ হোসেন,ইমরান হাসান সুজন, শরিফ উদ্দিন মোল্লা ও আহসান হাসান। এর আগে এ মামলায় জড়িত সন্দেহে আরো এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ।