ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশী নিহত


২৪ জানুয়ারী ২০২০ ০৭:০৩

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বীল এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ জোয়ানরা ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, ওই দিন ভোরে বাংলাদেশের বেশ কিছু লোক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে পিছন থেকে গুলি ছোঁড়ে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতের আট শ' গজ ভেতরে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ (২৪), কাঁটাপুকুরের মৃত জিল্লুর রহমানের ছেলে কামাল (৩২) এবং বাংলাদেশের দুই শ' গজ ভেতরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার মৃত খোদাবক্করের ছেলে মফিজ উদ্দিন (৩৮) নিহত হন।

১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান। গুলিবিদ্ধের মধ্যে বাংলাদেশের মধ্যে একজন মারা গেছেন এটি নিশ্চিত করেন তিনি। অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজখবর নিচ্ছেন। এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান তিনি।

নতুনসময়/আইকে