ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


মোহনপুরে প্রতিবন্ধী নারীর ধর্ষণের ভিডিও ভাইরাল গ্রেপ্তার ২


২৪ জানুয়ারী ২০২০ ০৬:১৮

ছবি সংগৃহীত

রাজশাহীর মোহনপুর উপজেলাধীন কামারপারা এলাকায় বাক-প্রতিবন্ধি এক নারীকে ধর্ষণ করে তার ভিডিও ধারন করা হয়েছে এবং মোবাইল ফোনে তা ধারন করে ভিডিওটি ইন্টারনেটের মাধ্যমে ফাঁস করার অভিযোগে ধর্ষকসহ সহযোগিকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ। বিষয়টি জানাজানি হলে একপর্যায় প্রতিবন্ধি নারীর মা বাদি হয়ে মোহনপুর থানায় ধর্ষণ ও পূনোগ্রাফি আইনে মামলা দায়ের করেছে। আজ বৃহস্পতিবার প্রতিবন্ধি নারীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালের ওসিসি বিভাগে পাঠিয়েছে থানা পুলিশ। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, উপজেলার লালইচ গ্রামে জনৈক নানার বাড়িতে ২০ বছরের বাক-প্রতিবন্ধি মেয়ে রেখে তার মা দুইবছর পূর্বে বিদেশে যান। গত ২০১৯ সালের ৯ আগস্ট উপজেলার রায়ঘাটি ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য ও লালইচ গ্রামের জেকের আলীর ছেলে ৮ম শ্রেণীর ছাত্র লিটন মাহমুদ (১৪) লালইচ বহুমুখি আলিম মাদ্রাসার পরিত্যক্ত শ্রেণী কক্ষে নিয়ে গিয়ে বিকেল আড়াইটার সময় ধর্ষণ করা অবস্থায় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। এরপর গত ২০১৯ সালের ১৯ আগস্ট মামলার আরেক আসামি লালইচ গ্রামের আবুল হোসাইন মন্ডলের ছেলে বুলবুল আহম্মেদ (১৭) ধর্ষক লিটন মাহমুদের মোবাইল ফোন থেকে ধর্ষণের ধারণ করা ভিডিও নিয়ে এলাকায় ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোনে ছড়িয়ে দেয়। প্রতিবন্ধি নারীর মা গত ২০১৯ সালের ২৫ নভেম্বর বিদেশ থেকে বাড়ি আসার পর বিষয়টি শুনতে পান। বিষয়টি তেমন ভাবে প্রকাশ না হওয়া ধাপাচাপা পড়ে যায়। গত কয়েকদিন ধরে ধর্ষণের ভিডিওটি এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে গেলে আলোচনার ঝড় উঠে। খবর পেয়ে মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ গত বুধবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে লালইচ গ্রামে গিয়ে ধর্ষক লিটন মাহমুদকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে থানায় নিয়ে আসেন। ধর্ষণকারি লিটনের তথ্যানুরে ভিডিও প্রেরণ কারী বুলবুল আহম্মেদকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। ওসি মোস্তাক আহম্মেদ জানান, আসামিদের বয়স কম হওয়ায় তাকে যশোহর শিশুশ্রম আদালতে প্রেরণ করা হবে। অপরদিকে গতকাল বিদিরপুর ফকির পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান খন্দকারের ছেলে মোঃ রমেল খন্দকার (৩৮) ১০ গ্রাম গাঁজাসহ মোহনপুর থানাধীন বিদিরপুর ফকিরপাড়া গ্রামস্থ মোঃ রোকনুল হাসান পিতা মোঃ আব্দুল ওহাব মোল্লার বাড়ির সামনে হতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় মোহনপুর থানা পুলিশ কর্তৃক আটক হন। অন্যদিকে গতকাল মোহনপুর থানাধীন নওনগর মৃত গকুল সাহা ছেলে মোঃ বকুল সাহা (২০) ১১ পিস ইয়াবাসহ রাত্রিকালীন রনপাহারা, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় মোহনপুর থানা পুলিশ কর্তৃক সইপাড়া - তানোর গামী পাকা রাস্তার উপর হতে আটক হয়। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোস্তাক আহমেদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, মাদক মামলার আসামিদের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।