ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


আশুলিয়ায় জুয়ার বোর্ডে পুলিশের অভিযানে আটক ৫


২৩ জানুয়ারী ২০২০ ২১:২৩

প্রতিকি

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ির নামাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করা হয়। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ একটি চায়না জুয়ার ইলেক্ট্রনিক বোর্ড জব্দ করা হয়।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, আটক ৫ জুয়ারির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।