বনের বানর লোকালে

রাজশাহীর তানোর উপজেলা ক্যাম্পাসের ভিতরে লোকালয়ে একটি বিরল প্রজাতির বানর দেখা মিলেছে। প্রচণ্ড ক্ষুধার্থ অবস্থায় গত কয়েকদিনভর বানরটিকে একদল উচ্ছুক ছোট বাচ্চরা তাড়া করে বিরক্ত করতে দেখা গেছে । এ সময় লোকজনের ভয়ে বানরটি উপজেলা চত্বরে একটি গাছে উঠে আশ্রয় নেয়। পরিবেশ ও খাদ্য সঙ্কটের কারণে বানরটি দিনে দিনে অসুস্থ্য পড়ছে বলে অনেকে জানান।
বুধবার বিকালে তানোর উপজেলা চত্বরে বানরটির দেখা মিলেছে। এক নজর দেখার জন্য কৌতূহলী মানুষ ভীড় করছে। কেউ দৃষ্টি আকর্ষণের জন্য ভেংচিসহ নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছে।
স্থানীয় সাংবাদিক লৎফর রহমান জানান, গত কয়েক দিন হতে একটি দলছুট বড় আকারের পুরুষ বানর দেখা যাচ্ছে। এলাকায় নতুন প্রাণি দেখে কৌতূহলী শিশুসহ নানা বয়সের লোকজন প্রাণিটির পিছু লাগে। শিশুরা আনন্দ পেয়ে কারণে-অকারণে বানরটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছে। ফলে বানরটির মনে ভীতির সঞ্চার হচ্ছে। প্রতিকূল পরিবেশে ভিত প্রাণীটি প্রাণের ভয়ে এক গাছ থেকে অন্য গাছে ছোটাছুটি করছে। এবং খাবার অভাবে বানরটি দিনে দিনে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তিনি আরো বলেন সংশ্লিষ্টরা অতিসত্বর প্রাণিটি উদ্ধার পূর্বক যথাস্থানে সংরক্ষণ করা প্রয়োজন।
এ বিষয়ে রাজশাহী প্রাণী সংরক্ষণ অধিপ্তরের যোগাযোগের চেষ্টা করা হলে ফোন না ধরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নতুনসময়/আইএ