ভোলায় ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও বিদায়

ভোলা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন চর পাঙ্গাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২০ সালের দাখিল আলিম পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২২ জানুয়ারী বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ্ব মোশারেফ হোসেন। বিভিন্ন ইভেন্টে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের বাচাই শেষে পুরস্কার বিতরণ ও দাখিল পরিক্ষার্থীদের বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পর্ণ করা হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমির হোসেনের ব্যবস্থাপনায়। অত্র প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, শরীরচর্চা শিক্ষক মোঃ শরীফ হোসাইন, রাসেদ, মাওঃ মোহাম্মদ দেলোয়ার, আব্দুল হামিদ স্যার, ডাঃ আব্দুল বারেক। আরো বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সদস্য মাওঃ এ.কে. এম অজিউল্লাহ, মাওঃ মাহাবুব আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিতে বর্তমানে শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা রয়েছে। বাংলাদেশকে উন্নত দেশের তালিকায় একমাত্র শিক্ষার্থীরাই নিয়ে এসেছে। শিক্ষিত জাতিই দেশের গর্ব। একদিন এই শিক্ষার্থীরাই বাংলাদেশ উজ্জ্বল করবে।
এসময় বক্তারা অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন দিক তুলে ধরে তাদের প্রশংসা করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মাদ্রাসা শিক্ষক জনাব মোঃ ইলিয়াস হোসেন।