ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


সিকদার মেডিক্যাল হাসপাতালের পেছনে ৩ শ্রমিকের মৃত্যু


২২ জানুয়ারী ২০২০ ২৩:৪০

বেরিবাঁধের ওপারে সিকদার মেডিক্যাল হাসপাতালের পিছনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো একজন শ্রমিক। তাকেেউদ্ধার করে সিকদার মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার সকাল ১০টা ৪২ মিনিটে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুনসময়/আইকে