র্যাফেল ড্র এর টিকিট বিক্রির দায়ে ১৩ জনের কারাদন্ড, যাত্রা ও পুতুল নাচ বন্ধ
-2020-01-22-00-48-58.jpg)
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আলোর ভুবন র্যাফেল ড্র এর টিকিট বিক্রির দায়ে ১৩ জনের বিনা-শ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ১০ টায় প্রত্যককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নাচোল উপজেলার বিভিন্ন মহল্লায় অটো-ভ্যান যোগে “আলোর ভুবন র্যাফেল ড্র এর টিকিট বিক্রির দায়ে চাঁপাইনবাবগঞ্জ’র ডিবি পুলিশের একটি দল তাদেরকে আটক করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট হাজির করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দন্ড প্রাপ্তরা হলেন, রাজশাহীর তানোর উপজেলার মির্জাপুর গ্রামের বোদ্ধনাথের ছেলে নির্মল (৪৮),বানিয়াল গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মামুন আলী(২৫),আতাউর রহমানের ছেলে সফর আলী(২২),গঙ্গারামপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে আপেল (২২)কশিমুদ্দিনের ছেলে কামাল উদ্দিন (২০),মুকুলের ছেলে হাবীব(২৫)শহিদুল ইসলামের ছেলে ফরিউজ্জামান(২৪) বলদিপাড়া গ্রামের সদর আলীর ছেলে আনোয়ার হোসেন (২৩),মোহনপুর উপজেলার মহেশপুর গ্রামের হাতেম আলীর ছেলে হাসান আলী (২২), পবা উপজেলার তেতুলিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্বাস আলী(৪৩)চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরাদপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে তোরাব আলী (২৭),আঝইর গ্রামের ইয়াসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭) নওগাঁ জেলার পত্নিতলা উপজেলার ঘোষনগর গ্রামের জয়নাল হকের ছেলে মিলন (২৬) ।
নাচোল উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবিহা সুলতানা বলেন, রাজশাহীর মোহনপুর উপজেলার ভিমনগর টিপটপ ক্লাবের উদ্যোগে মাসব্যাপি মেলায় “আলোর ভুবন র্যাফেল ড্র এর টিকিট” অবৈধ ভাবে নাচোল উপজেলায় বিক্রি করার দায়ে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ ১৩জনকে আটক করে। পরে তারা সকলেই দোষস্বীকার করায় ১৫দিন করে তাদের প্রত্যককে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে মোহনপুরে যাত্রা ও পুতুল নাচের প্যান্ডেল গুঁড়িয়ে দিল পুলিশ! রাজশাহীর মোহনপুরে শর্ত ভঙ্গ ও যাত্রার নামে অশ্লীলতার অভিযোগে উপজেলার ধুরইল ইউনিয়নের ভীমনগর টিপটপ ক্লাবের উদ্যেগে আয়োজিত বিজয় মেলায় অনুষ্ঠিত মন্জুশ্রী অপেরা,পুতুল নাচ ও মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে মেলার প্যান্ডেলগুলো ভেঙে দেওয়া হয়।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান,মেলায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রশাসন সমর্থন করে না।
কতৃপক্ষের কাছে মেলায় আগত যাত্রা ও পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের অভিযোগ আসায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্যান্ডেলগুলো পণ্ড করে দেওয়া হয়েছে।