ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআই তাহেরের অপসারনের দাবিতে মোহনপুরে ছাত্রলীগের মানববন্ধন


২০ জানুয়ারী ২০২০ ০৫:৫২

সংগৃহিত

রাজশাহীর মোহনপুরে স্কুলছাত্রীকে উত্যক্তকারির সাথে জড়িয়ে পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মোহনপুর থানার এসআই আবু তাহেরের অপসারণ দাবি করে উপজেলা ছাত্রলীগের ব্যানারে শনিবার সন্ধার সময় এলাকার সাধারণ জনগণ একতা ঘোষণা করে মানববন্ধন করেছেন।

স্কুলছাত্রীকে উক্ত্যক্ত’র ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার স্কুলের সামনে। মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়ের কামারপাড়া মোড়ে মানববন্ধন অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, বড়াইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী (১৫) স্কুলছুটির পর বাড়ি ফেরার সময় উক্ত্যক্তকারি হোসাইন (২০) ছাত্রলীগের সংগঠনের সাথে জড়িত নেই। ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, উত্যক্তকারি হোসাইনকে বড়াইল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী আটক করার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে জানানোর পরেও তারা ঘটনাস্থলে আসেননি। ঘটনার প্রায় পৌনে এক ঘণ্টা পর উপজেলা সহ-সভাপতি রানা হোসেন, রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিনুজ্জামান মিঠু, শাফিউল রহমান, বড়াউল উচ্চ দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান ও এসএসসি পরীক্ষার্থী আরাফাত রহমান নাহিদ ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীর পক্ষ নিয়ে প্রতিবাদ করেন।
আবদুর রাজ্জাক আরো বলেন, ছাত্রলীগ নেতা-কর্মীদের পুলিশ থানায় নিয়ে যাওয়ার পর তাদের দেখা করতে গেলে জামায়াত শিবিরপন্থি ঘাড়তেড়া এসআই আবু তাহের ছাত্রলীগের কথা শোনা মাত্রই তেলে-বেগুনে জ্বলে উঠেন এবং তাদের সাথে দেখা করেতে দেননি এমনকি খাবার দিতে গেলে বাধা সৃষ্টি করেন।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও রায়ঘাটি ইউনিয়ন আওয়ালীগের সাবেক সাধারণ সম্পাদক সুরজিৎ সরকার বলেন, বড়াইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সোহরাব আলী ও ম্যানেজিং কমিটির সভাপতি ও রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানের অবহেলার কারণে উত্যক্তকারির প্রতিবাদ করতে গিয়ে উল্টো উক্ত মামলায় আসামি হয়ে জেল-হাজতে রয়েছেন।
সুরনজিৎ সরকার আরো বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমান থানায় খবর দিলে এসআই আবু তাহের ঘটনাস্থলে পৌঁছে ছাত্রলীগ নেতা-কর্মির সাথে খারাপ অচারণ করে উত্যক্তকারি হোসাইনসহ প্রতিবাদকারি ছাত্রলীগ নেতা রানা হোসেন, শাহিনুজ্জামান মিঠু ও বড়াইল উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষার্থী মাহফুজুর রহমান, আরাফাত রহমান নাহিদ গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছাত্রলীগ নেতা-কর্মী ও এলাকার সাধারণ জনগণ স্কুলছাত্রীকে উত্যক্তকারি হোসাইনের বিচার ও এসআই আবু তাহেরের অপসারণ দাবি করেছেন। এসআই আবু তাহেরের বিরুদ্ধে মানববন্ধে অপসারণের দাবি সম্পর্কে মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওই ঘটনায় এসআই আবু তাহের যদি কোনো অপরাধ করেন তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বড়াইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব আলীর সাথে স্থানীয় সাংবাদিক কথা বলতে গেলে তিনি এ বিষয়ে কোনো কিছু জানেন না বলে কৌশলে এড়িয়ে যান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খলিলুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি এখন উপজেলা মিটিংয়ে আছি পরে কথা হবে।

নতুনসময়/আইএ