ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


একই পরিবারের তিনজনসহ ৫ জনকে কুপিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা


১৯ জানুয়ারী ২০২০ ২৩:১৯

মৌলভীবাজারের বড়লেখায় একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে কুপিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। শনিবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে। বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, পাল্লাতল চা বাগানের ম্যানেজার এবিএম মাহবুবুর রহমানও পাঁচ জন খুনের ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে বলে জানান ম্যানেজার মাহবুবুর রহমান।

নতুনসময়/আইকে