ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


গাজীপুরে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন


১৯ জানুয়ারী ২০২০ ২১:১৭

ছবি সংগৃহীত

গাজীপুরে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশে (ইনসাব) বি-১৯৭১ এর মানববন্ধন অনুষ্ঠত হয়েছে। নির্মান শ্রমিকদের দাবি দিবসে শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে জয়দেবপুর থানা কমিটি সদর উপজেলার ভবানীপুর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এ মানবন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজগর শেখ মধু। কমিটির সাধারন সম্পাদক হেলাল উদ্দিন সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা আক্তার হোসেন কাজী, শ্রমিক নেতা ফজলুল হক, মাসুম, সুরুজ মিয়া প্রমুখ। এতে শতাধিক নির্মান শ্রমিক অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা কাজের উপযুক্ত পরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, পেনশন স্কীম চালু, দূর্ঘটনায় নিহত ও আহত বা আজীবন পঙ্গুত্ব বরনকারীদের এক জীবনের সমপরিমান ক্ষতিপূরন প্রদান, শ্রমিকদের জন্য কল্যানমুখি কর্মসূচি গ্রহন, শ্রম আইন সংশোধনী ২০০৬ এর ৩২৩ ধারা মোতাবেক জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিল গঠনে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর প্রতিনিধি রাখাসহ ১২ দফা দাবী বাস্তবায়নের জোর সুপারিশ করেন। ### ওবাইদুল ইসলাম গাজীপুর প্রতিনিধি