ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ


১৮ জানুয়ারী ২০২০ ০৬:৫৩

ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গৌরীপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মোশাররফ হোসেন বলেন একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ স্টেশন ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, বিকালে গৌরীপুর স্টেশন সংলগ্ন মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা পড়ে যাওয়ায় ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে আঠারো বাড়ি স্টেশন ও ময়মনসিংহ স্টেশনে দুটি ট্রেন আটকা পড়েছে। কেওয়াটখালী লেকোসেড থেকে উদ্ধারকারী ট্রেন গৌরীপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তবে উদ্ধার কাজ সম্পূর্ণ হতে রাত ১১-১২টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান জহুরুল ইসলাম।

নতুনসময়/আইকে