ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত


১৭ জানুয়ারী ২০২০ ২২:৪৩

রাজধানীর যাত্রাবাড়ীতে অনাবিল পরিবহনের একটি বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আনোয়ার হোসেন ও তার ভাগ্নে। এ সময় অনাবিল পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেন রাজধানীর মতিঝিলে পানির ব্যবসা করতেন। তাদের বাড়ি কুমিল্লায়।

নতুনসময়/আইকে