ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


সিংড়ায় মুক্তিযুদ্ধ মঞ্চের পুষ্পস্তবক অর্পণ


১৭ জানুয়ারী ২০২০ ১২:২০

ছবি সংগৃহীত

নাটোরের সিংড়ায় বৃহস্পতিবার সকাল ১১ টায় মুক্তিযুদ্ধ মঞ্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিংড়া উপজেলা ও পৌর নবনির্বাচিত মুক্তিযুদ্ধ মঞ্চ কমিটি ।

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন এবং সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধ আব্দুল সামাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, নাটোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রোকনুজ্জামান,সিংড়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মাহাবুব আলম বাবু, সহ সভাপতি খলিল মাহামুদ, মুক্তিযুদ্ধ মঞ্চ সিংড়া উপজেলা, সাধারণ সম্পাদক সাজিদুল করিম, পৌর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সোহানুর রহমান শান্ত,সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

সিংড়া উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান, ইমরান হোসেন শুভ, পৌর মুক্তিযুদ্ধ মঞ্চের সহ সভাপতি রাশিদুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমানসহ আরো অনেকে।