রাজশাহীর মোহনপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আজ সকালে রাজশাহী জেলার মোহনপুর থানার সইপাড়া মোড় হতে মাদারিগঞ্জগামী রোডের জাহানাবাদ আরিচার মোড়ে ট্রাক উল্টে মোঃ ফারুক হোসেন (৪২) নামের একজন নিহত হয়। অপরদিকে রাজশাহী নওগাঁ মহাসড়কের কামারপাড়া বাজারে মোছাঃ মুন্নি খাতুন (১০) নামের একজন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়।
ঘটনা স্থান হতে জানা যায়, মোঃ ফারুক হোসেন (৪২) জয়পুরহাট সদর থানার তুলাট মধ্যপাড়া গ্রামের মোঃ আক্কাছ আলীর ছেলে।সে মূলত পানবরজ এর জন্য যে ওয়াসি ব্যবহার করা হয়, সেগুলির ব্যবসা করে। আজ ভোরে মোঃ ফারুক হোসেন সহ মোট ৯ জন ওয়াসি ব্যবসায়ী ঢাকা মেট্রো ড: 11-5744 ট্রাকে করে জয়পুরহাট পরানপুল বাজার হতে ওয়াসি নিয়ে বাগমারা থানার মাদারীগঞ্জ বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে আসছিল। পথে সকাল ৮:৩০ এর দিকে সইপাড়া হতে মাদারীগঞ্জ গামী রোডের জাহানাবাদ আরিচাঘাট নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলে মারাত্মকভাবে আহত হয়ে মোঃ ফারুক হোসেন মারা যায় এবং অপর আরেক জন ওয়াসী ব্যবসায়ী মোঃ মুকুল হোসেন চরমভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন মুকুল হোসেনকে রামেক হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে নওগাঁ জেলার মান্দা থানার দেওয়ানপাড়ার লাল মোহাম্মদের মেয়ে মোছাম্মদ মুন্নি খাতুন (১০) দাদা মোঃ আজাদ দেওয়ান এর সঙ্গে মোহনপুর থানার বড়াইল গ্রামে মামা আতাউর রহমানের বাড়িতে বেড়াতে আসার পথে সকাল ৯:৩০ টায় কামারপাড়া বাজারে ভ্যান হতে নেমে দাদা ভ্যানওয়ালা কে ভাড়া দিচ্ছিল আর মুন্নি রাস্তার পূর্ব পাশ হতে পশ্চিম পারে যাচ্ছিল এমন সময় হঠাৎ রাজশাহী হতে নওগাঁ গামী একটি পিকআপ ভ্যান এসে মুন্নিকে রাস্তার উপর ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে মুন্নি মারা যায়।
মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থল হতে লাশগুলোকে সংগ্রহ করে কোন অভিযোগ না থাকায় স্বজনদের মাঝে লাশগুলো হস্তান্তর করে।