ঘন কুয়াশায় দেশে নৌযান চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১২টার দিকে থেকেই ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রাখা হয়। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানায়, কুয়াশার কারণে ফেরি চালকরা পদ্মা নদীতে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় গত রাত ১২টার পর বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। এতে উভয় ঘাটে আটকা পড়েছে কয়েকশ’ ছোট-বড় যানবাহন। যদিও ঘণ্টাখানেকের মধ্যে আবারো ফেরি চলাচল শুরু হয়। এরপর ভোর সাড়ে ৬টার দিকে আবারও ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও। এদিকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও চাঁদপুর-শরীয়তপুর নৌরুটেও বন্ধ রয়েছে লঞ্চ, স্টিমার ও ফেরি চলাচল।
নতুনসময়/আইকে