ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


রংপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২


১৫ জানুয়ারী ২০২০ ২২:২৩

প্রতিকি

রংপুরের তারাগঞ্জে বাছুরবান্ধা এলাকায় রংপুর-সৈয়দপুর সড়কে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্স চালক রুবেলের নাম জানা গেলেও অন্যদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী ডিপজল পরিবহনের একটি নাইট কোচ বাছুরবান্ধা এলাকায় পৌঁছালে সৈয়দপুর থেকে রোগী নিয়ে আসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ দুইজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আম্বুলেন্সের আরও এক যাত্রী মারা যান।