ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


ঘন কুয়াশায় বাস-ট্রাক চতুর্মুখী সংঘর্ষ নিহত-১, গুরতর আহত-৫


১৫ জানুয়ারী ২০২০ ২২:০৬

ছবি-নতুনসময়

ঘন কুয়াশার কারণে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বালু ভর্তি ট্রাকের পিছনে ৩ বাস ও ১ ট্রাকের ধাক্কায় বাস চালকের সহকারীর মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেনের (৪০) বাড়ি শেরপুর জেলায়। এ ঘটনায় আহত হয়েছে আরো পাচজন তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুনিম সারোয়ার বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশাল উপজেলার কাজির শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস বালু ভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়, পরে ওই বাসের পেছনে আরেকটি বাস তার পেছনে ট্রাক তার পেছনে আরো একটি বাসের ধাক্কা লাগে। এতে শেরপুর থেকে ছেড়ে আসা বাস চালকের সহকারী আবুল হোসেনসহ ৬ যাত্রী গুরতর আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আবুল হোসেন মারা যান।