ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


ঘরে ঢুকে মা-ছেলেকে ছুরিকাঘাতে হত্যা


১০ জানুয়ারী ২০২০ ০০:৪৮

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রী পারভীন বেগম (২৬) ও তার ছেলে আব্দুর নূরকে (৬) ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাউন্নারা গ্রামে এই ঘটনা ঘটে।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পারভীন ও তার ছেলের মরদেহ দেখতে পায়। ছুরিকাঘাত করে তাদের হত্যা করা হয়েছে। ওই বাড়ির দোতলার একটি ইউনিটে পারভীন তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের অপর দুটি ইউনিটে পারভীনের শ্বশুর-শাশুড়ি ও পারভীনের স্বামীর দুই ভাই পরিবার নিয়ে থাকতেন। পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে এবং এর সঙ্গে পরকীয়ার কোনো ঘটনাও থাকতে পারে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

নতুনসময়/আইকে