ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


হাসপাতাল ছেড়েছে সেই ঢাবি শিক্ষার্থী


১০ জানুয়ারী ২০২০ ০০:০৮

কুর্মিটোলায় ধর্ষণের শিকার হওয়া ঢাবি ছাত্রীকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তিনি এতদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল ছেড়ে যান তিনি।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাবি ছাত্রীকে ছাড়পত্র দিয়েছে মেডিকেল বোর্ড। কোনো সমস্যা হলেই তাকে আবার ফলোআপে আসতে বলা হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত।’ এদিকে, মেয়ের সুচিকিৎসার ব্যবস্থা করায় হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীর বাবা। চিঠিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাব, পুলিশ প্রশাসনসহ দায়িত্বশীল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুনসময়/আইকে