বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সদস্য পিস্তল ও গুলিসহ আটক

টাঙ্গাইলের কালিহাতীতে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ফারুক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ফারুক উপজেলার ধানগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে বঙ্গবন্ধু পেশাজীবি লীগের টাঙ্গাইল জেলা শাখা’র সদস্য বলে জানা গেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে কালিহাতী অফিসার ইনচার্জ হাসান আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ধল্লা এলাকায় পুলিশ চেকপোস্ট বসানো হয়। পরে ফারুককে চ্যালেঞ্জ করে তার শরীরে তঁল্লাশি চালিয়ে কোমর থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। ফারুক বঙ্গবন্ধু পেশাজীবী লীগের টাঙ্গাইল জেলা শাখা’র সদস্য হিসেব অর্ন্তভুক্ত।
নতুনসময়/আইকে