মোহনপুরে ৫ মাদক বিক্রেতা আটক

রাজশাহীর মোহনপুরে বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা এবং হিরোইন বিক্রেতা ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় পৃথক পৃথক মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
রাজশাহীর মোহনপুর উপজেলার ইয়াবা সম্রাট রুবেল সরকারকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ। সে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার সময় পোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা পুলিশের একটি দল উপজেলার সইপাড়া মোড় থেকে রুবেল সরকারকে ৫২ পিস ইয়াবাসহ আটক করেন। পুলিশ আরো জানান উক্ত ইয়াবা ব্যবসায়ী রুবেলের বিভিন্ন কৌশল অবলম্বন করে দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করে আসছিল।
অন্যদিকে, উপজেলার পাকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১৭ গ্রাম হিরোইনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশা হোসনের ছেলে আজমাল হোসেন (৩৫), শামসুদ্দিনের ছেলে কামরুজ্জামান রানা (৩৪), আবু সাঈদের ছেলে সাজ্জাদ হোসেন (৩০) এবং ইব্রাহিম ইসলামের ছেলে কামরুল ইসলাম (২০)।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, আসামীদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।