ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


নেত্রকোণায় ৩৩৪৬টি কেন্দ্রে ৩৪৫৪৫৯ জনশিশুকে এ প্লাস ক্যাপসুল খায়ানো হবে


৮ জানুয়ারী ২০২০ ০৪:৩৯

আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোনায় স্বাস্থ্য ও পরিবার পরিকলাপনা বিভাগের অগ্রাধিকার র্কমসূচি হিসাবে ৭ জানুয়ারী নেত্রকোণা আধুনিক হাসপাতালের ইপিআই হল রুমে নেত্রকোণার সিভিল র্সাজন ডা. মো. তাজুল ইসলাম খানের সভাপতিত্বে নেত্রকোণার সাংবাদিকদের নিয়ে অবহিতকরন ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত হয়। ১১জানুয়ারী নেত্রকোণা জেলার ১০টি উপজেলায় ৩৩৪৬টি কেন্দ্রে ৩৪৫৪৫৯ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল ৬ মাস থেকে ৫৯ মাসের খায়ানো হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে নেত্রকোণা আধুনিক হাসপাতালের ইপিআই হল রুমে ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকলাপনা বিভাগের উপ-পরিচালক ডা. আনিসুর রহমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিক্যাল অফিসার ডা. নুসরাত আজরিন মহসিন, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৈাধুরী, নেত্রকোণা প্রেসক্লাব সহ সভাপতি এডঃ আব্দুল হান্নান রঞ্জন, টেলিভিশন ফোরামের সভাপতি খলিলুর রহমান শেখ, সম্পাদক লিটনধর গুপ্ত। ওরিয়েনটেশনে ৫৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

নতুনসময়/আইকে