ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


গাংনীতে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে ২য় দিনের বিক্ষোভ


৮ জানুয়ারী ২০২০ ০৪:২৩

ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ২য় দিনের মত বিক্ষোভ করেছে পদবঞ্চিত ছাত্রলীগ নেতা কর্মীরা। মঙ্গলবার দুপুর ১২ টায় গাংনী হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে গাংনী বাজার বাসষ্টান্ডে সংক্ষিপ্ত বক্তব্য’র মধ্যে শেষ হয়। এসময় গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব,সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব,ছাত্রলীগ নেতা জীবন আকবর,জেলা ছাত্রলীগ নেতা হুমায়ন কবির রিপন,জেলা ছাত্রলীগের সহসভাপতি জাবেদ আজিম ডলার,সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সাগর, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জীবন আকবর,সহ সভাপতি সজিব আহমেদ,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য : গত ৫ জানুয়ারী রবিবার রাতে গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম সেন্টু ও সাধারন সম্পাদক ফয়সাল জাহান শিশির কে মনোনিত করা হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন ও সাধারন সম্পাদক মুনতাছির জামান মৃদুল স্বাক্ষরিত পত্রে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।