ফরিদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

ফরিদপুরে সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় সোমবার (৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুরের সোলনা গ্রামের হোমিও চিকিৎসক শরিফুল ইসলাম, তার স্ত্রী ও দুই শিশু কন্যা এবং তার স্বজন ফারুক হোসেন। দুর্ঘটনায় নিহত অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আহত একজন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
করিমপুর হাইওয়ে থানার এসআই সিফার রহমান জানান, মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে মল্লিকপুর এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যু হয়।
নতুনসময়/আইকে