সাতক্ষীরায় দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১২ যাত্রী আহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শাকদহ খালে পড়ে ১২ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন শাকদহ ব্রীজের কাছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুর রহমান বলেন, ফায়ার সার্ভিস- খাল থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বাসের সব যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আহতদের অনেকেই ছিল সংজ্ঞাহীন।
আহত যাত্রীদের মধ্যে ১২ জনের অবস্থা আশংকাজনক। সবার নাম পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। তবে আহতদের মধ্যে তিনজনের পরিচয় সনাক্ত করা গেছে। তারা হলেন খুলনার বোরহান উদ্দিনের গর্ভবতি স্ত্রী রেক্সোনা পারভিন (২০), সাতক্ষীরার পাঁচপোতা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী বিউটি বেগম ও সোবহান মোল্লার স্ত্রী রেবেকা খাতুন (৩৮)। এই তিনজনসহ কমপক্ষে কুড়িজন আহত যাত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা থেকে সাতক্ষীরাগামীবাস দ্রæতবেগে আসতে যেয়ে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন শাকদহ ব্রীজের নীচে শাকদহ খালে পড়ে যায়।
আহত হয় ২০ জনের মতো। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনার সাথে সাথে ড্রাইভার হেলপার ও কন্ড্রাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।