ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা


৬ জানুয়ারী ২০২০ ০৯:৪৬

ছবি সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহারকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে নবাবগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ। রবিবার ১১ টায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার কার্যালয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ সানাউল্লাহ, সহ সভাপতি মোঃ জুলহাজুল কবীর, মোঃ সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিপ্লব কুমার সাহা, দিপক কুমার মহন্ত, সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ আজিনুর রহমান রাজু, সদস্য মোঃ রেজাউল করিম স্বাধীন, মোঃ ইয়ামিন সরকার প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিক সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি উপজেলার উন্নয়নে সকলের সার্বিক সহায়তা কামনা করেন।