ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে, বিপাকে খেটে খাওয়া মানুষ

রবিবার (৫ জানুয়ারি) আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৯ ডিগ্রী। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে রবিবার ভোর হতে জেঁকে বসেছে শীত তাপমাত্রা। গত তিন দিনে ৬ থেকে ১০ ডিগ্রি। তবে আজ সকাল ছয়টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রী সেলসিয়াস। সকাল নয়টায় তা দাঁড়িয়েছে ৯ ডিগ্রী সেলসিয়াসে। হাড়কাপানো শীত অনুভব করছে পঞ্চগড়বাসী। সন্ধ্যা হতে ভোর পর্যন্ত প্রচন্ড শীত আবার ভোর হতে শুরু হয় ঘন কুয়াশা কনকনে শীতে পঞ্চগড়ে বইছে মৈত্যপ্রবাহ। রবিবার তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষনাগার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানায়, সকাল ছয়টার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ডিগ্রী। সকাল নয়টায় ৯ ডিগ্রী। তিনি আরও জানায়, আশে পাশের জেলাগুলোতেও তাপমাত্রা কমেছে। জানুয়ারির শুরতে শৈত্য প্রবাহ চলছে, এই সপ্তাহের মাঝারি সময়ে শৈত্য প্রবাহ আরও বাড়বে বলে জানায় তেতুঁলিয়া আবহাওয়া অফিস।
ভোর হতে বাড়ি থেকে বেড়িয়ে আসা পথচারি এবং নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের সাথে কথা বলে জানা যায়, রাস্তাঘাটে প্রচন্ড ঠান্ডার জন্য যানবাহন চলতে সমস্যা হচ্ছে। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। উত্তরের ঠান্ডা বাতাসে গা হিম হয়ে আসে। লেপ ও কম্বল ছাড়া ঘুমানো যায় না। অনেকেই রাত কিংবা ভোরে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেন। এছাড়া শীতের প্রকোপ বাড়তে শুরু করায় জেলার হাসপাতালগুলোতে দিন দিন শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে দরিদ্র শীতার্তদের জন্য প্রথম দফায় প্রায় ৩০ হাজার শীতবস্ত্র পঞ্চগড়ের পাঁচটি উপজেলার মাধ্যমে বিতরণ করা হয়েছে।
নতুনসময়/আইকে