ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২


নারায়নগঞ্জে গাড়ি ছিনতাইয়ের সময় অস্ত্রসহ ভুয়া পুলিশ আটক


৫ জানুয়ারী ২০২০ ০৫:০৬

ছবি সংগৃহীত

গাড়ি ছিনতাইয়ের সময় হাতে নাতে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি পিস্তল ও ওয়ারলেস সেট উদ্ধার করা হয়। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ফতুল্লার ভূইগড় থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি মোটরসাইকেল যোগে পুলিশের পোশাক পরিহিত ৪ ব্যক্তি নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের খান সাহেব ওসমানআলী স্টেডিয়ামের সামনে একটি কালো রংয়ের প্রাইভেট কারকে সিগন্যাল দেয়। গাড়ির গতিরোধ হলে তারা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় পরিস্থিতি আঁচ করতে পেয়ে প্রাইভেট কার চালক দ্রুত গাড়িটি সাইনবোর্ডের দিকে চালাতে থাকে। এক পর্যায়ে ছিনতাকারীরা তার পিছু নেয়। এদিকে প্রাইভেটকারটি নিয়ন্ত্রন হারিয়ে ভুইগড় এলাকায় অপর একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে তিন ছিনতাইকারী পালিয়ে যায়। পরে পুলিশের পোশাক পড়া শাহীন নামে অপর ছিনতাইকারীকে গলধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে পিস্তুল দুটি খেলনা পিস্তুল। কিন্তু দেখতে অরজিনাল পিস্তলের মতো। দুটি ওয়াকিটকিও উদ্ধার করা হয়েছে আটক ব্যক্তির কাছ থেকে।