ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের লাশ উদ্ধার


৪ জানুয়ারী ২০২০ ০৩:০৪

লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকায় দারুল উলুম একাডেমির মাদ্রাসার টয়লেট থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ইমন হোসেন। আজ সকালে দত্তপাড়া দারুল উলুম একাডেমির মাদ্রাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান মাদ্রাসা ছাত্রের লাশ সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করেন।

নিহত ইমন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কংকশ নারায়নপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে ও মাদ্রাসার আবাসিক নুরুনী প্রথম শ্রেণির ছাত্র।

মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান জানান, আজ শুক্রবার সকালে মাদ্রাসার আবাসিক ভবনের টয়লেট থেকে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার মডেল থানার উপ-পরিদর্শক আবদুল আলীম জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নতুনসময়/আইকে